কী সেবা , কীভাবে পাবেন :
উদাহরণ- ১
সেবা নাম : কৃষি প্রণোদনা / পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন :
ধাপ সমুহ :
১ম ধাপ : মন্ত্রণালয় / জাতীয় পর্যায় থেকে নীতিমালা ও রেজুলেশনসহ জেলা পর্যায়ে বরাদ্দ প্রদান।
২য় ধাপ : জেলা কৃষি পূনর্বাসন কমিটি কর্তৃক রেজুলেশন সহ উপজেলায় উপ বরাদ্দ প্রদান।
৩য় ধাপ : উপজেলা কৃষি পূনর্বাসন কমিটি কর্তৃক ইউনিয়ন পর্যায়ে উপ বরাদ্দ প্রদান।
৪র্থ ধাপ : ইউনিয়ন কৃষি কমিটি কর্তৃক উপযুক্ত কৃষক নির্বাচন ও কৃষকের অগ্রাধিকার তালিকা তৈরি , অনুমোদন ও উপজেলায় প্রেরণ।
৫ম ধাপ : প্রাপ্ত অগ্রাধিকার তালিকা উপজেলা কৃষি পূনর্বাসন কমিটি কর্তৃক যাচাই ও অনুমোদন ।
৬ষ্ঠ ধাপ : বরাদ্দপ্রাপ্ত উপকরণ ( সার , বীজ ) ক্রয় এবং উপজেলা/ইউনিয়ন পর্যায়ে বিতরণ।
৭ম ধাপ : উপজেলা কৃষি অফিস কর্তৃক সংশ্লিষ্ট কৃষককে কৃষি কার্ড ও ছবিসহ মাস্টার রোলের মাধ্যমে উপকরণ বিতরণ ও সংরক্ষণ এবং জেলা কমিটিকে অবহিত করণ।
8ম ধাপ: এসএএও/এইও কর্তৃক প্রণোদনা প্লট পরিদর্শন ও পরামর্শ প্রদান।
উদাহরণ – ২
সেবা নাম : বালইনাশক লাইসেন্স প্রদান/ নবায়ন :
ধাপসমুহ :
১ম ধাপ : একজন প্রাপ্ত বয়স্ক উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি উপজেলা কৃষি অফিসে নির্ধারিত ফরমে আবেদন করবেন।
2য় ধাপ: আবদনের যথার্থতা যাচাই উপজেলা ও জেলা পর্যায়।
3য় ধাপ: যথার্থ আবেদনের কাগজাদি সংগ্রহ (ট্রেড লাইসেন্স, ট্রেজারি চালানসহ)।
4র্থ ধাপ : এসএপিপিও/এইও/ইউএও কর্তৃক আবেদনকারীর দোকান, অবকাঠামের গুনগত মান যাচাই এবং সুপারিশ প্রদান/বাতিল ও জেলায় প্রেরণ।
5ম ধাপ : জেলায় অতিরিক্ত উপ পরিচালক ( পি পি ) প্রাপ্ত আবেদনসমুহ যাচাই বাছাই ও প্রয়োজনে পূণ: তদন্ত পূর্বক সন্তুষ্ট হলে লাইসেন্স ইস্যু বা নবায়ন করে উপজেলায় প্রেরণ করবেন।
6ষ্ঠ ধাপ : আবেদনকারী উপজেলা থেকে লাইসেন্স সংগ্রহ করবেন এবং এর ফটোকপি দোকানের দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে রাখবেন।
উদাহরণ – ৩ :
সেবার নাম : প্রকল্প ভিত্তিক প্রর্দশণী স্থাপন :
ধাপসমুহ :
১ম ধাপ : উপ পরিচালকের কার্যালয় কর্তৃক উপজেলায় প্রদর্শনী / প্রশিক্ষণের বরাদ্দ প্রদান।
২য় ধাপ : উপজেলা কৃষি কর্মকর্তা কর্তৃক এসএএও সভায় প্রাপ্ত বরাদ্দ উপস্থাপন, প্রদর্শনী স্থাপনের উপযোগী জমি ও ক্যাটাগরি ভিত্তিক উপযুক্ত কৃষক নির্বাচন বিষয়ক বিস্তারিত আলোচনা।
৩য় ধাপ : এসএএও কর্তৃক কৃষক দলের সাথে আলোচনা ও কৃষকের অগ্রাধিকার তালিকা তৈরি ও উপজেলা কৃষি অফিসে জমা দান।
৪র্থ ধাপ : এইও কর্তৃক নির্বাচিত জমি ও কৃষকের মতামত যাচাই এবং অনুমোদন/ বাতিল।
৫ম ধাপ : নির্বাচিত কৃষকদের প্রদর্শনীর প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ প্রদান ও উপকরণ বিতরণ।
৬ষ্ঠ ধাপ : কৃষক, এসএএও এবং সম্ভব হলে এইও এর উপস্থিতিতে প্রদর্শনী স্থাপন ও পরবর্তী কার্যক্রম বাস্তবায়নের দিক নির্দেশনা প্রদান।
৭ম ধাপ : কৃষক, এসএএও এবং এইও কর্তৃক প্রদর্শণী প্লট নিয়মিত পরিদর্শন / মনিটরিং, শস্য কর্তন , মাঠ দিবস এর প্রভাব ও ফলাফল প্রতিবেদন প্রেরণ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস